সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

শাকিবের সাথে কাজ করা সেই নায়িকা এবার হিন্দি সিনেমায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার দেখা হয়েছে

ঢালিউঢের অন্যতম চিত্রনায়ক শাকিব খানের সাথে জুটি বেঁধে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করা ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়া অভিনয় করেছেন অপারেশন সুন্দরবনেও। এবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন দর্শনা।

গত বছরের মার্চে ঢাকায় আসেন দর্শনা বণিক। গত ১১ মার্চ থেকে পাবনায় শুটিংয়ে অংশ নেন কলকাতার এই অভিনেত্রী। হিন্দি সিনেমা ‘নোটারি’তে অভিনয় করছেন তিনি। ছবির শুটিং চলছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। এরপরে মুম্বাইয়ে শুটিং হবে।

এই সিনেমার মাধ্যমে হরভাজন সিংয়ের স্ত্রী গীতা বসরাও দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। এ ছাড়া এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত পরিচালক পবন ওয়াদেয়ার।

এর আগে শাকিবকে নিয়ে দর্শনা বলেছিলেন, দারুণ একজন মানুষ শাকিব খান। খুবই সহযোগিতাপূর্ণ মানুষ। কথা বলতে গিয়ে দেখলাম, সিনেমা ও সিনেমার বাইরের নানা বিষয়ে শাকিব খানের জানার আগ্রহ অনেক। জানতে ভালোবাসেন, নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত