মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

আমি নাকি মরে গেছি নিউজ হয়েছে! কি পরিমাণ গুজব : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩১ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি গুজব ছড়ানো হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি এসব অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফেরে ফেলছে। আমি নাকি মরে গেছি এমন নিউজ হয়েছে! কি পরিমাণ গুজব অপপ্রচার।’

ওবায়দুল কাদের বলেন, ‘এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও গুজব অপপ্রচার করা হয়। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, জবাব দিতে হবে।’

এ সময় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বিভিন্ন কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এখন থেকেই নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। শীতবস্ত্র থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও আছে দলের। প্রতিটা সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি দিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তৃণমূল পর্যন্ত কর্মসূচি রাখতে হব। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে না থাকলে বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করে জনগণের জানমাল ক্ষতি করবে, গণপরিবহন আগুনে পড়াবে, মানুষ হত্যা করবে, গাছ কেটে ফেলবে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।’

যেসব জেলার সম্মেলন হয়েছে সেখানে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক জেলার সম্মেলন হয়েছে, এখনও কমিটি হয়নি। পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। অনেক নেতাকর্মীরা আছে যাদের কোনো পদে নেই। সামনে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে, তাই কমিটি না থাকলে কি বলে পরিচয় দেবে তারা?’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ ময়মনসিংহ বিভাগের সব সংসদ সদস্য ও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত