সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

জনগনের ভোটে বিএনপির জেতার সম্ভাবনা নেই: ওবায়দুল কাদের

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৫১ বার দেখা হয়েছে

জনভোটে জেতার সম্ভাবনা নেই, তাই বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চায়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আরেকটা ওয়ান ইলেভেন হোক সেটিই চায় তারা।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডিতে সম্পাদকমন্ডলির সাথে আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, সহযোগী সংগঠন ও সিটি করপোরেশনের মেয়েদর যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বিএনপির কর্মীদের সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তবে সবচেয়ে শঙ্কা এবং উদ্বেগের কারণ হলো, হঠাৎ করে তৈরি হওয়া নৈরাজ্য। ফরিদপুরে তারাই হামলা করেছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মাঠে আছি, রাস্তায় আছি। এই অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত