সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন

ইজতেমার আখেরি মোনাজাত ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৪১ বার দেখা হয়েছে

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আখেরি মোনাজাত পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এদিন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি জানান, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক শরিক হবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এ জন্য শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে। এ সময় যানবাহন চলাচলে বাইপাস সড়ক ব্যবহার করার জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি।

সড়কগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, কামারপাড়া রোড, আশুলিয়া রোডের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত বন্ধ রাখা হবে।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত