সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশালের বড় সংগ্রহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৫ বার দেখা হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে ফরচুন বরিশাল দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করেছে ১৭৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৮১ রান করেছেন অধিনায়ক সাকিব। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন তানভীর ইসলাম।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দর্শকদের হতাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। ফিরে যান মাত্র ৬ রান করে। আরেক ওপেনার এনামুল হক বিজয়ও থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে ফিরেছেন ২০ রান করে। তিনে নামা চাতুরাঙ্গা ডি সিলভা ভালো শুরুর আভাস দিয়েও ফিরেছেন ২১ রান করে। পরবর্তীতে দলের হার ধরেন অধিনায়ক সাকিব।

ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে। তবে ব্যক্তিগত ২৭ রান করে ফিরে যান ইব্রাহিম। তখনো ব্যাট হাতে অবিচল ছিলেন সাকিব। একাই লড়ছিলেন কুমিল্লার বোলারদের বিপক্ষে। এরপর অবশ্য ইফতিখার আহমেদ এবং মাহমুদউল্লাহ রিয়াদের দ্রুত বিদায়ে বড় রান সংগ্রহে বাঁধা পায় বরিশাল।

শেষ দিকে সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে বোর্ডে রান গিয়ে দাঁড়ায় ১৭৭। এছাড়া দলের হয়ে করিম জানাত করেন ৫ বলে ১০ রান।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত