আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। এরই মধ্যে স্কোয়াডের সব খেলোয়াড়ই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে আসন্ন সিরিজে সুযোগ হারিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুউদউল্লাহ রিয়াদ।
এর আগে, ঘরের মাঠে আইরিশ সিরিজেও বাদ পড়েছিলেন তিনি। চলতি বছরের শেষ দিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে সবশেষ দুই সিরিজে দলের বাইরে রাখা হলো রিয়াদকে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবারের ওয়ানডে বিশ্বকাপে রিয়াদের দলে জায়গা হবে কিনা তা নিয়ে। এমন সময়ই রিয়াদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে ‘ইতিবাচক বার্তা’ দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
রবিবার (৭ মে) গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে বিশ্বকাপের সেসব পরিকল্পনা নিয়ে কথা বললেন তামিম। এসময় তামিম স্পষ্ট করে জানিয়ে দেন রিয়াদ অবশ্যই থাকছেন বিশ্বকাপের বিবেচনায়। একই সঙ্গে বিশ্বকাপে চোখ রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে তামিম ইকবালের দল। বিশ্বকাপের আগে খেলা সিরিজগুলোতে চলবে পরীক্ষা-নিরীক্ষা, সাজানো হবে পরিকল্পনা; সেই কাজও শুরু হয়ে গেছে বলে জানান তিনি।
টাইগার দলপতি বলেন, আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)। কিন্তু তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।
এশিয়া কাপের দল দিলেই সব নিশ্চিত হয়ে যাবে বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আমরা এশিয়া কাপ খেলবো। ওখানে যে স্কোয়াডটা আমরা করবো, বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড।