আল-হেরা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একটি মানসম্পন্ন প্রিন্ট এবং ডিজাইন প্রদানকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি বহুদিনের পুরানো, বহুদিন ধরে সুনামের সহিত প্রিন্টিং এর যাবতীয় কাজ করে আসছে, যা কাস্টমারের পছন্দ মতো ডিজাইন ও প্রিন্ট করা হয়। চাকুরীজিবী ও ছাত্র/ছাত্রীদের জন্য কম মূল্যে কাজ করা হয়। আল-হেরা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর নিজস্ব ৫টি প্লটার, ৫টি বড় সাইজের লেজার প্রিন্টার, বড় সাইজের ২টি স্ক্যানার প্রস্থ্য ৩ ফিট এবং দৈর্ঘ্য আনলিমিটেড, ১টি ডিজিটাল কালার লেজার প্রিন্টার আছে যা প্রতি মিনিটে ঝকঝকে কালার ১২০টি প্রিন্ট করে। ২টি বড় মাপের লেমিনেশন মেশিন রয়েছে, যার প্রস্থ্য ৫ ফিট এবং দৈর্ঘ্য অপরিসীম । ইহা ছাড়াও প্যানা প্রিন্ট, পিভিসি প্রিন্ট, ব্যানার, ফেস্টুন, ফেনসিং সহ সব ধরণের স্টিকার প্রিন্টের জন্য ১টি নতুন প্রিন্টার দিয়ে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। আর দেরী না করে আপনার যে কোন প্রিন্টিং কাজ বা অফিস আদালতের যে কোন কাজ আজই পাঠিয়ে দিন এবং ঘরে বসেই আপনার কাজ বুঝিয়ে নিন। নিম্নে যোগাযোগের ঠিকানা দেয়া হলোঃ-
ঠিকানাঃ ৮৬, লেক সার্কাস, ডলফিন গলি, কলাবাগান, ঢাকা-১২০৫।
ই-মেইলঃ ahdesign2030@gmail.com,
ফোনঃ ০১৯৭৭ ৪১১৩৪৯, ০১৭৯৫ ০৯৪৪৪৯
আল-হেরা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর সার্ভিস সমূহঃ
গ্রাফিক্স ডিজাইন
ডিজিটাল প্রিন্ট
প্লটার প্রিন্ট
স্ক্যান
ডিজিটাল সাইনএজ
প্রেস প্রিন্ট