সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:০১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় হতে পারে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

চলতি মাসে (মে) বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ ছাড়া এক থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মে মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র ১ থেকে দুটি মৃধু অথবা মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে, উজানে ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চালে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত