সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইনানুযায়ী ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৪ বার দেখা হয়েছে

আগামী ১০ ডিসেম্বর বিএনপি আহুত সমাবেশ নয়াপল্টনে করলে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (৫ ডিসেম্বর) তিনি জানান, ‘বিএনপিকে ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছি। নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প সমাবেশস্থল সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন- সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হিসেবে পল্লবী, কালশী ও ইজতেমা মাঠ হতে পারে সমাবেশস্থল।

এর আগে গত ২৯ নভেম্বর ২৬ শর্তে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। ২৬ শর্ত উল্লেখ করে বলা হয়- শুধু ডিএমপির অনুমতিই যথেষ্ট নয়, সমাবেশস্থল ব্যবহারে বিএনপিকে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি।

তবে বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করার সিদ্ধান্তে অনড় রয়েছে। বিকল্প হিসেবে আরামবাড় বেছে নিয়েছে দলটির নেতারা।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত