সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

নিউজিল্যান্ড সিরিজের মাঝপথেই ডাক পেলেন ইফতিখার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার দেখা হয়েছে

হারিস সোহেলের চোট কপাল খুলে দিল ইফতিখার আহমেদের। অনুশীলনে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন হারিস সোহেল। তার জায়গায় সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য ইফতিখারকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করার সময় বাজেভাবে পড়ে গিয়ে কাঁধে চোট পান হারিস। যে কারণে তিনি প্রথম ওয়ানডে খেলতে পারেননি। এবার ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। ওয়ানডে বিশ্বকাপের আগে হারিস তো বটেই, পাকিস্তান দলের জন্যও এটা বড় ধাক্কা।

অন্যদিকে দলে ডাক পাওয়া ইফতিখার সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের এপ্রিলে। ঠিক এক বছর পর আবারও এই ফরম্যাটে ফিরলেন ১০ ওয়ানডে খেলা অভিজ্ঞ এই ব্যাটার। এই সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং এশিয়া কাপ খেলবে পাকিস্তান। ভালো পারফর্ম করতে পারলে ইফতিখারের সামনে বিশ্বকাপের দুয়ারও খুলে যেতে পারে।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত