ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ দিনের ছুটি শেষে ঘরমুখো মানুষের এবার কর্মস্থলে ফেরার পালা। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল ঈদের ছুটি।
প্রথম কর্মদিবস উপলক্ষ্যে ইতোমধ্যে রাত থেকেই কর্মজীবীরা রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে অতিরিক্ত ছুটি নেওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা আরো কয়েকদিন ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে থাকার সুযোগ পেয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ৫ দিনের ছুটি শেষে আগামীকালই অফিস শুরু হচ্ছে। রাতের বাসেই ঢাকার উদ্দেশে রওনা হব। সময় জটিলতার কারণে এবার ঈদের আগেই ছিল ৩ দিন ছুটি।
তিনি আরো বলেন, ঈদের আগের রাত পর্যন্ত মানুষজন বাড়ি ফেরে। তাই ছুটি ঈদের আগের চেয়ে পরে হলে ভালো হতো। আরো কিছু সময় পরিবার-প্রিয়জনদের সঙ্গে কাটানো যেত।