সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন

দেশের সকল প্রাথমিক বিদ্যালয় এখন থেকে এক শিফটে চলবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৯ বার দেখা হয়েছে

দেশের সকল প্রাথমিক বিদ্যালয় এখন থেকে এক শিফটে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এই প্রসঙ্গে স‌চিব বলেন, আগামী বছরের জানুয়া‌রি মাস থেকে সারা‌ দে‌শে এ নিয়ম কার্যকর করা হ‌বে।

তিনি বলেন, দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত