সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

কারামুক্তির পর যা বললেন শামসুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৭ বার দেখা হয়েছে

ছয় দিনের মাথায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ছয়টার পর কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তার সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় কারা ফটকেই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা শামসুজ্জামানের কাছে প্রতিক্রিয়া জানতে চান।

শামসুজ্জামান বলেন, আমি একটু বিধ্বস্ত, মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। সে জায়গা থেকে আমি এখন বের হয়ে এসেছি। সব মিলিয়ে এখন ভালো লাগছে।

কারামুক্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামসুজ্জামান বলেন, আমার অফিস থেকে শুরু করে দেশের সাংবাদিক সমাজ, আমার ক্যাম্পাসের ছোট ভাইয়েরা, যারা আমার সঙ্গে সব সময় ছিলেন। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। এটা আমাকে শক্তি জুগিয়েছে। তারা সবাই সত্যের পাশে ছিলেন। আমার ভাষ্যটি বাইরে থেকে আমি পেয়েছি, মানুষের মুখ থেকে পেয়েছি। আমার কিছু বলার প্রয়োজন হয়নি।

গত ৩০ মার্চ শামসুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত