রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদে আগুন লেগে আব্দুল হাই জামালী (৪৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হাই ওই বাড়ির মালিকের ছেলে। তিনি ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, রামপুরা এলাকার উলন রোডের একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষে রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লাখ টাকা।
এদিকে গত ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে দগ্ধ অবস্থায় ৮ জন ভর্তি রয়েছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নয়।