প্রখ্যাত সংগীতজ্ঞ, চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সংগীতশিল্পী নীলুফার ইয়াসমীন দম্পতির একমাত্র ছেলে আগুন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে গানের ভুবনে পা রাখেন তিনি। এরপর শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। দেখা গেছে অভিনয়েও।
গান-বাজনার পাশাপাশি আগুন এখন ব্যস্ত আছেন মাছের খামার নিয়ে। মানিকগঞ্জের সিংগাইরে একটি বিশাল দিঘি তৈরি করছেন তিনি। যেখানে মাছ চাষ করবেন এই গায়ক। আর আগুন সেই দিঘির নাম দিয়েছেন ‘ডিজিটাল দিঘি’।
আগুনের ভাষ্য, ‘এখন গান-অভিনয় করছি না। মাছের খামার নিয়ে ব্যস্ত আছি। দিঘিটি মনে মতো করে তৈরি করছি। এর চারপাশে খেজুর গাছ লাগানো হয়েছে। ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরাও থাকছে। আরও কিছু পরিকল্পনা আছে এটিকে ঘিরে।’
যোগ করে আগুন আরও বলেন, ‘এখন থেকে এটাই আমার ঠিকানা। সপ্তাহে একদিন এখানে সময় কাটাব। এই খামারের পাশাপাশি আগামীতে একটি ডেইরি ফার্মও করব।’