মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন

লাছ্ছিও রেজিয়নে কনসিলিয়েরী পদপ্রার্থী প্রথম বাংলাদেশি নারী লায়লা শাহ্

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪ বার দেখা হয়েছে

ইতালিতে প্রথম বারের মতো রোমের সামাজিক ব্যক্তিত্ব লায়লা শাহ্ রিজিয়নের লাছ্ছিও নির্বাচনে একজন কনসিলিয়েরী পদ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী চলবে এই ভোটগ্রহণ।

শুধুমাত্র বাংলাদেশি ইতালিয়ান নাগরিকরা ভোট দিতে পারবে। তিনি পার্টিটো ডেমোসএর প্রার্থী লিস্টা প্রেসিডেন্ট অ্যালেসিও ডি’আমাতো এর সমর্থন পুষ্ট।

ইতালির মূল ধারার রাজনীতির সঙ্গে সক্রিয় হয়ে লায়লা শাহ্ আগামী প্রজন্ম ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও আদায়ের লক্ষে কাজ করে যাবেন। তিন দশকের অধিক সময় ধরে ইতালিতে বাস করছেন গাজীপুরের মেয়ে লায়লা শাহ্।

গত বছর রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে তিনি ইতালির রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করেন। এর পাশাপাশি তিনি একজন অন্যতম নারী সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী।

এদিকে ইতালির রোম কমিউনিটির শীর্ষ নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, এখানে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য, সামাজিকতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে যার সমাধান করা ও সেই সমাধানের বাস্তবায়নের লক্ষ্যেই অন্তত এই দেশের রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন লাছছিওতে রোম, লাটিনা, রিয়েতি, ভিতেরবো ও ফ্রজিননে এই পাঁচটি অঞ্চলে বসবাসরত ইতালি প্রবাসী বাংলাদেশিরা যারা ইতালিয়ান নাগরিক তারা ভোট দিতে পারবেন আর যারা ভোট দিতে পারবেন না তারা যেন লায়লা শাহ্কে ভোটের মাধ্যমে নির্বাচিত করার ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করেন। লায়লা শাহ্ রোমের সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আঞ্চলিক , সাংস্কৃতিক ও সাংবাদিকদের কাছে বিশেষভাবে সহযোগিতা কামনা করে‌ দোয়া ও ভোট প্রত্যাশা কামনা করেন।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত