বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

থানচিতে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১ বার দেখা হয়েছে

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় র‍্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে এ গুলিবিনিময় চলছে বলে জানা গেছে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) পর্যন্ত অভিযান চলছিল।

এর আগে, গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমাবিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত