সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন

দুই নম্বর নেতার কাছে কখনো এক নম্বর কাজ আশা করা যায় না: ফয়জুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪২ বার দেখা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ মহম্মদ ফয়জুল কবীর বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজ ও দেশকে সংশোধন করতে চায়। তারা বিশ্বাস করে দুই নম্বর নেতার কাছে কখনো এক নম্বর কাজ আশা করা যায় না। আদর্শগত নীতি, চরিত্রবান নেতা সমাজ ও দেশকে এক নম্বর বানাতে পারে। দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে লুটপাট ও চুরি বন্ধ করা সম্ভব নয়।

তিনি আজ রবিবার বিকালে শহরের নিজনান্দুয়ালী এলাকায় জেলা ইসলামী আন্দোলনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারী হাফেজ মনিরুজ্জামান, নাজিরুল ইসলাম প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন ৩’শ আসনে প্রার্থী দেবে উল্লেখ করে তিনি আরো বলেন, সমাজকে পরিবর্তন করতে গেলে সেই সব নেতার প্রয়োজন যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নেই। এমন নেতা না হলে ততোদিন পর্যন্ত দল পরিবর্তন হবে, নেতৃত্ব পরিবর্তন হবে কিন্তু মানুষের সুখ সমৃদ্ধি স্থায়িত্ব হবে না। ইসলামী আন্দোলন দল নয় নীতির পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

দয়া করে এই পোষ্টটি আপনার পেজে শেয়ার করুন ...

এ জাতীয় আরো খবর..
All rights reserved © 2023 Jono Songbad | প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত